Monday 8 June 2015

কিশোর ভারতী তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যা

কিশোর ভারতীর একটি পুরনো সংখ্যা বন্ধুদের জন্যে...

প্রচ্ছদ


সূচীপত্র

 কিছু পৃষ্ঠা









8 comments:

NIL said...

অনেকদিন পরে হলুদ পাতা খুলতে পেরে খুশি হলাম।কিশোর ভারাতীর এই সঙ্খ্যাটি দেবার জন্য অনেক ধন্যবাদ জানাই।প্রথম বর্ষের কোন সংখ্যা পাওয়া যাবে কি?

Suku said...

কিশোর ভারতী'র বিক্ষিপ্ত কিছু সংখ্যা রয়েছে, একঘেয়েমি কাটানোর জন্যে সেগুলি মাঝে মধ্যে দেওয়া হবে...কিন্তু ধারাবাহিক ভাবে তো সম্ভব নয় :(

পূঃ : প্রথম বর্ষের সংখ্যার জন্যে ওয়াকার কে জানাচ্ছি, থাকলে নিশ্চই পাবে

Unknown said...

kritoggota swikar korchi , karon purno suktara ba anondomela thakle o ei jinish chilo na

Suku said...

একেবারে কৃতজ্ঞতা ? :D ওসবের দরকার নেই, তবে হার্ডকপি ওয়াকারের, সে যে কষ্ট করে স্ক্যান করে দিয়েছে সেটাই আনন্দের...

Unknown said...

Apnake dhanyabad janai.Jadio scan kore edit kore upload kora besh kathin kaaj manchi tobe ektu tara tari pelo bhalo lage.

Unknown said...

দেবাশিস বাবু, কমেন্ট করার জন্যে ধন্যবাদ...

দেখুন কাজটা কঠিন বলে দেরি হয় তা নয়, ব্যপারটা হোলো বইগুলি অর্থাৎ হার্ডকপি একজনের, তার থেকে সেগুলি নিয়ে এসে স্ক্যান করছে আরেকজন, তারও পরে সেগুলি প্রসেস করে পিডিএফ করছে আরো একজন| তাছাড়া আমাদের সবারই অন্য জীবিকা আছে, তার মধ্যেও যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি...কোনরকম নাম/যশ/খ্যাতির বশবর্তী হয়ে এই কাজ তো কেউ করছি না, যাতে আপনারা সবাই ছোটোবেলার বইগুলি পড়ে ক্ষণিক আনন্দ পান তার জন্যেই এই প্রচেষ্টা...তাড়াতাড়ি বই দিতে আমাদেরও ভালো লাগে তবে সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না |

আশা করি আমাদের অসুবিধেগুলো বোঝাতে পারলাম :-)

ranjan gangopadhyay said...

ধন্যবাদ । বেশ কিছুদিন পড়ে বেশ সুন্দর একটি পত্রিকা পেলাম । আরও পাবার ইচ্ছে রইল ।

Unknown said...

শেয়ার করার জন্য ধন্যবাদ নীল।