Friday 15 August 2014

আনন্দমেলা প্রথম বর্ষ চতুর্থ সংখ্যা

আমাদের তরফ থেকে বন্ধুদের প্রথম উপহার...আনন্দমেলা প্রথম বর্ষ চতুর্থ সংখ্যা...



আসুন চোখ বুলিয়ে নেওয়া যাক সূচীপত্রে...

কিছু  পৃষ্ঠার নমুনা:-






কমিক্সের দিক থেকে দেখতে গেলে টিনটিন ও টারজান, এই দুটিই মুখ্য ছিলো...আমাদের সবার প্রিয় রোভার্সের রয়ের আসতে তখনো দেরি আছে| উপন্যাসের দিক অবশ্যই উল্লেখযোগ্য "কাপালিকরা এখনো আছে" - লেখক শ্রদ্ধেয় বিমল কর মহাশয়...আর বিভিন্ন দিকপাল শিল্পী, যাঁদের রেখায় সমৃদ্ধ হয়েছে সকল গল্প/উপন্যাস তাঁদের মধ্যে নাম নিতেই হবে সুধীর মৈত্রের|

সবশেষে বলি, যেহেতু সকল বন্ধুদের সঙ্গে এই অমূল্য সম্পদ ভাগ করে নিতে চাই, সেহেতু "অন্য কোথাও শেয়ার করবেন না" বা শুধু "নিজের কাছেই রাখুন" ইত্যাদি আবেদনে আমরা বিশ্বাসী নই...তবে আপনাদের তরফ থেকে কিছু কমেন্ট পেলে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করবো| অন্য কোনো ব্লগে/সাইটে শেয়ার করতে চাইলে ইন্দ্রনাথ ব্যানার্জীর নামোল্লেখ করতে অনুরোধ জানাই, কারণ তাঁর হার্ড কপি থেকেই এই স্ক্যান করা হয়েছে|


27 comments:

কুন্তল‏ - from প্লানেট আর্থ said...

অসাধারণ স্ক্যান কোয়ালিটি - জলছাপ মুক্ত - PDF-ইত - আর কি চাই ??

SAURABH DATTA said...

দারুণ তো !!!

SAURABH DATTA said...

প্রথম বর্ষের প্রথম তিনটি সংখ্যা পাব তো ?

Cobra said...

অবশ্যই।তবে এই মুহূর্তে নেই! যে গুলি বাকি থাকবে পরে ঢুকিয়ে দেওয়া হবে ব্লগে !

NIL said...

দারুণ ব্যাপার।আরো অনেক উপহারের অপাক্ষায় রইলাম।

Cobra said...

আর চাই আমাদের উৎসাহ দেওয়া ! সুকুর অক্লান্ত পরিস্রম এর পেছনে ,
ওকে ধন্যবাদ যানাই।

Cobra said...

ধন্যবাদ, চেষ্টা করছি আমরা ।

Arnab said...

darun udyog. ami jodio suktara gulo r jonyo du chokh mele bose achi. aar jodi kono AM missing hoi tomar e blog to achei. onek onek subhecha roilo dada.

Suku said...

আসল ধন্যবাদের হকদার ইন্দ্র নিজেই, কারণ চাইলেই কোনো মেম্বার বেসড সাইটে এইগুলি দিয়ে সে ভিআইপি/গোল্ড মেম্বার ইত্যাদি হতে পারতো, কিন্তু সকল বন্ধুরা যাতে এই বইগুলি পড়তে পায় সেইজন্যেই বিনা দ্বিধায় সে নিজের কালেকশন নেটে উন্মুক্ত করেছে :)

SAURABH DATTA said...

বেশ বেশ...

Sanghamitra said...

Congratulations.....
Darun udyog

surajitd2010@gmail.com said...

eddiney duijon e ghor chhere hoyechhi baar.../taaito mora bhabna bhuley haalka money gaan kori abar..


ajosro dhonyobad ebong anek anek shubhechchha er protikhyay chhilam.

bimal kar er likhito charti series er modhye eti sesh tamo karon eti bohudin pray onar dehabosan obdhi cholechhilo.
01) wondermama (illustration ahibhushan malik)
02) kalpobigyan series
03) detective victor series
04) kishor kinkar ray (kikira) series.

kapalikera ekhono achhe r sangey illustration chhilo shilpi Shubhaprasanna er.

echhara boroder bohu uponnyash ebong chhotoder jonyo dakater uponyash etc to achhei...

holud pata ebong sakol blog admin k ajosro dhonyobad

Somnath Dasgupta said...

comment ta settings theke "embed" er bodole "popup' kore dio.. shudhu comment korte bar bar sob chhobi reload korte hochchhe ...comment popup kora thakle adda beshi hobe ...

obhinondon sobaike.... khub bhalo kaaj. egiye choluk ...

Suku eto bhalo processing ke underperformance bolchhen keno? ekebare printable quality i to hoyechhe ...

Suku said...
This comment has been removed by the author.
Suku said...

তথ্য সমৃদ্ধ কমেন্টের জন্যে সুরজিত বাবুকে অনেক ধন্যবাদ, আশা করি এরকম আরো কমেন্ট আপনার কাছ থেকে পাবো ভবিষ্যতে :) ধন্যবাদ সেই সব বন্ধুদেরও, যাঁরা প্রথম দিন থেকেই আমাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন...

সোমনাথের উদ্দেশ্যে বলি, কমেন্ট বক্স আপনার কথামতো বদলে দিয়েছি, সাজেশনের জন্যে ধন্যবাদ :) আর হাই কোয়ালিটি ব্যাপারটা আমার কাছে খুব একটা স্পষ্ট নয়,পরে সময় সুযোগ মতো এই নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে না হয়| এর থেকে আরো খানিকটা ভালো করা যেত বলেই মনে হয় (যদিও অনেকটাই বেশি সময় তাতে ব্যয় করতে হতো) সেই জন্যেই মধ্যম মানের বলেছি...তবে পড়ার পক্ষে খুব অনুপযুক্ত হয়নি সেটাও ঠিক|

24thphantom said...

Sabash sukuda..thanks for the issue..

Souradip said...

শুধুমাত্র ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না এই অসাধারণ প্রয়াসকে... সুকু দা এবং ইন্দ্র দা দুজনকেই অসংখ্য সেলাম জানাই পুরনো পত্রিকার 'হলুদ পাতা'গুলিকে ইন্টারনেট দুনিয়ায় অমর করে রাখার এই উদ্যোগ নেবার জন্য... ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাক এই ব্লগ- এটাই কামনা করি।

কুন্তল‏ - from প্লানেট আর্থ said...

@Suku-দা - হলুদপাতা কিন্তু অনেক member-only ব্লগগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করছে - এটা শুধু ভালো ব্যপারই নয় - বেশ মজারও !!!

surajitd2010@gmail.com said...

kuntal da democracy ashle rajtantror iti hoy. r sadharon manusher sahajyarthey udar blogger ele entry by invitation namok acholayoton er

surajitd2010@gmail.com said...

kemon utsaho Indranath da bhogoban rupey byakhya ?!....:p :)

surajitd2010@gmail.com said...

aapnakeo ajosro dhonyobad ebong priti o shubhechchha janai Sukubabu.

kikira series er eti prothom uponnyash ete chandan r tarapada r sange kikirar prothom dekha o abhijan er porer uponnyash guli holo "raajbarir chhora" >"ghora saheber kuthi".echhara "siser angti" tao durdanto !

bimal mitrer ei uponnyas "raja haoar jhokmari" r por prokashito hoy "k ?" namok uponnyasti...:)

agey char prishtha komics deoa hoto tar por sankhya barle du pata...
ijc r buzz sawyer er ekti galpo aagei anandamelay dharabahik bhabe beriyechhilo. kintu rovers er roy er aagey beroy "sachitra biswacup er dhara bibaroni" sei samoy darun chancholyo sristi korechhilo...:)

Souvik Sarkar said...

Ajashra Dhanyabad sukuda ar indrnathda dujener jonyai. Er theke ar koto bhalo scan hoto? Bohudiner pratikshar abasan

som0303 said...

anandamela tabu edik odik paoa jai ba odfer kono na kono collection e asar chance thake tabe Shuktara r Kishor Bharati pabo vabtei valo lagchhe! ebar pujo sankhya gulo o aste aste paoa jabe asha kori...asadaharan udyog dada (ra)......bhobisyot bangla boi premi projonmo chiro rrini hoe thakbe!

Unknown said...

দারুন উদ্যোগ। শুভকামনা রইল।

তন্ময় চট্টোপাধ্যায় said...

অসাধারণ কাজ করছেন । শৈশব ফিরে পেলাম আপনার জন্য । ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না । অভিবাদন ও শুভেচ্ছা ।

Daku Gobor Singh said...

asadharon prochesta.. Chotobelata phire pete kar na bhalo lage. Asannkha Sadhubad janai !

ROCK said...

Indra Da khub valo blog..acchaa 1st year 4th khondo die suru korecho...1 to 3 khonodo ki ache ?