Wednesday 6 August 2014

ব্লগে স্বাগত জানাই

আরও একটি নতুন ব্লগ!! কি এর বিশেষত্ব??

এমনতর নানা কথাই হয়তো বন্ধুরা ভাবছেন, সত্যিই তো এই ব্লগে এমন কি থাকবে যা অন্য কোথাও নেই ?

প্রথমেই বলে রাখি আমরা এই ব্লগে এমন কোনো রকম বিশেষত্বের দাবি করি না, অর্থাৎ "এক্সক্লুসিভ"/"নেটে প্রথম"/"শুধুমাত্র এইখানেই প্রাপ্ত" ইত্যাদি নানাবিধ অলংকারে পোস্টগুলি অযথা ভারী করে তোলার কোনো ইচ্ছেই আমাদের নেই| তবে আমাদের চেষ্টা থাকবে নিম্নলিখিত সিরিজ গুলি আপনাদের সামনে তুলে ধরার:-

১> পাক্ষিক আনন্দমেলা

২> পাক্ষিক শুকতারা

৩> আনন্দমেলা পূজাবার্ষিকী

৪> শুকতারা পূজাবার্ষিকী

৫> দেব সাহিত্য কুটির পূজাবার্ষিকী

এখানে একটা কথা বলা ভালো যে এইধরনের প্রচেষ্টা বিভিন্ন ব্লগে/সাইটে হয়েছে, তবে প্রকাশকাল অনুযায়ী ক্রমানুসারে সংখ্যাগুলি পাওয়া যায় না...সুতরাং এই দিকে বিশেষ নজর দিয়েই আমাদের পোস্টগুলি করা হবে| এছাড়াও বলে রাখি যে আমাদের পোস্ট করা বইগুলির প্রসেসিং খুব বেশী হলে মধ্যম মানের হবে, তথাকথিত "হাই কোয়ালিটি(??)" না পেয়ে সংরক্ষণকারীরা হতাশ হলেও হতে পারেন তবে পাঠকদের ভালোবাসা থেকে বঞ্চিত হবো না বলেই আমাদের ধারণা |

তবে  আর দেরি কিসের, বন্ধুদের শুভকামনা নিয়ে আমাদের পথ চলা শুরু হোক ...

16 comments:

কুন্তল‏ - from প্লানেট আর্থ said...

অসাধারণ এই প্রচেষ্টাকে কোনো মৌখিক ধন্যবাদ দিয়ে বাহবা জানানো যায় না - তবুও বলি 'অনেক ধন্যবাদ'। "শুকতারা-আনন্দমেলা-দেব সাহিত্য কুটির" - এগুলো কোনো নিছক শব্দ নয় - এগুলো আমাদের রক্তে মিশে মিশে থাকা হৃদয়ের ধুকপুকুনি । আজন্মের বাড়ি থেকে দুরে চলে গেলেও যেমন সে চিরটাকালই কি এক রহস্যময় ভাবে হাতছানি দিয়ে পিছু ডাকে, ঠিক তেমনি করেই হাতছানি দেয় ফেলে আসা কৈশোরের এই অজস্র মনিমুক্তা ভরা বইয়ের দল।

ভালো জিনিষ সবার সাথে নি:সার্থে শেয়ার করা মুখের কথা নয় - সেটা সবাই পারেও না - তাই এই "ওপেন ব্লগ"-কে জানাই সাদর অভিনন্দন with my arms wide open..... আশা করি এই ব্লগ চিরটাকালই এরকমই সজীব থেকে আমাদের সকলকে সেই হারানো ছেলেবেলায় ফিরিয়ে নিয়ে যাবে...

SAURABH DATTA said...

অনবদ্য প্রচেষ্টা !!!

অধীর অপেক্ষায় রইলাম !!!

Cobra said...

অনেক ধন্যবাদ কুন্তরদা , আশা থাকলো সব সময় পাসে পাবো !

Cobra said...

আপনাদের উৎসাহ আমাদের সাহশ ।

Sourav Bagchi said...

অসাধারণ উদ্যোগ... শৈশবের মণিমুক্তাগুলোকে যে আবার দেখতে পাব ভাবতেই পারিনি... বেশ ভালই স্ক্যান হয়েছে... অনেক ধন্যবাদ...

Arnab said...

khub bhalo blog hoyeche. agei bolechi. porar opekhai roilam.

Anonymous said...

Onek Dhonnobad..erokom blog onek ache..kintu eta jeno sera hoe

Suku said...

দীপংকর বাবুকে জানাই, সেরা হওয়া আমাদের উদ্দেশ্য নয়...সকল পাঠক বন্ধু যাতে এই বইগুলি পড়তে পারেন সেই জন্যেই আমাদের এই প্রচেষ্টা |

sankha goswami said...

kichhu purono kishor bharati hole aro bhalo hoi

som0303 said...

darun udyog........tabe pujo sankhya Kishor Bharati ta atleast jodi include koro khub valo hobe! eksomoy sealda r college st er rastar dhare purono boi er stall theke onek gulo purono pujo sankhya kishor bharati kinechhilam.jani na kothai achhe!khub valo lagto!

শিঞ্জিনী (Shinjini) said...

মামু, এবং মামুর বন্ধুরা

আগে যোগাযোগ করতে ব্যর্থ হলাম তাই লিখছি। আমাদের ব্লগে তোমাদের ব্লগের নাম যোগ করতে অনুমতি চাই। পিলিজ একটু যোগাযোগ কর।

শিঙ্গি

Saurav Sen said...

Apnar ei procheshTake shato kurneesh janai. chotobelar sei choto anondomela abar fire peye ki je bhalo lagchhe ta bhashay bojhano sonbhob noy.

Dr.Debasish Roy said...

Asadharan ekta chestha. Amar ei Panchas perono samaye jakhan egulo pelam, bhison ananda hoyeche. Purono Sandesh biseshato 1960 Saler sankha gulo pele darun bhalo lagbe. Ei site er dirghjiban kamna kori. Purono diner loke bole anak samay thikthak chalae parina tabe chale jacche. Scan er quality o kharap noi. Anandamelar pratham charte sankha k paoa gelo na ?

তন্ময় চট্টোপাধ্যায় said...

অসাধারণ কাজ করছেন । শৈশব ফিরে পেলাম আপনার জন্য । অভিবাদন ও শুভেচ্ছা ।

Jayanta said...

Kono kotha Hobe na...

Optimus said...

Kichu Bhalo release niye fire asun apnara...